fbpx
দেশহেডলাইন

মধ্যরাতে দিল্লির ত্রিপলের গোডাউনে আগুন, ২৩টি দমকলের সাহায্যে নিয়ন্ত্রণে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মধ্যরাতে রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল দিল্লির অভিজাত এলাকা হিসেবে পরিচিত রাজৌরি গার্ডেনে। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ২৩টি ইঞ্জিন। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যেখানে আগুন লেগেছিল, সেটি একটি ত্রিপলের গোডাউন হওয়ায়, ভিতরে থাকা যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রাত একটা নাগাদ খবর আসে যে রাজৌরি গার্ডেনের বিশাল এনক্লেভের পাশেই থাকা একটি ত্রিপলের গোডাউনে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই দমকল বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে। দমকলের ২৩টি ইঞ্জিন দেড় ঘণ্টা ধরে আগুন নেভায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার মধ্যরাতে পোড়া গন্ধ আসতে থাকে ওই গোডাউনের ভিতর থেকে। এরপরে তারা বাইরে বেরিয়ে দেখতে পান যে, দাউদাউ করে জ্বলছে বিশাল এনক্লেভের গায়ে লাগানো ওই ত্রিপল কারখানা। এরপরই বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলবাহিনীকে। কিছুক্ষণের মধ্যেই দমকল এসে উপস্থিত হয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। আশেপাশের বাড়িগুলি খালি করে দেওয়া হয়।

দিল্লির দমকল বিভাগের আধিকারিক এসকে দুয়া জানান, রাত ১টা ৩ মিনিট নাগাদ দিল্লির রাজৌরি গার্ডেনে আগুন লাগার খবর মেলে। সঙ্গে সঙ্গেই দমকলের একাধিক ইঞ্জিন পাঠানো হয়। মাঝারি মাপের আগুন লেগেছিল। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ২৩টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কোনো হতা-হতের খবর নেই।

 

 

Related Articles

Back to top button
Close