শিলিগুড়িতে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

কৃষ্ণা দাস, শিলিগুড়ি : বৃহস্পতিবার ভোর রাতে শিলিগুড়ি পুুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একটি গোডাউনে কার্তুনে ভর্তি ছিল প্রথমে সেই গোডাউনেই আগুন লাগে। খবর পেয়ে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই লাগোয়া আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে বাকি দুটি গোডাউনের একটিতে প্লাস্টিকের ড্রাম ও অন্যটিকে প্লাস্টিক ও কাগজের সামগ্রী ছিল যার ফলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি সংলগ্ন মহানন্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একাংশও আগুন লাগার ফলে ক্ষতিগ্রস্ত হয়।
বিদ্যালয়ের জানালা সহ ও টিনের চাল পুড়ে গিয়েছে। এছাড়া আগুন নেভাতে গিয়ে বিদ্যালয়ের বিল্ডিংয়ে উঠে স্থানীয়রা আগুন নেভানোর কাজে সাহায্য করতে যাওয়ার ফলে বিদ্যালয়ের নতুন পাওয়া বেঞ্চ সহ বেশ কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিদ্যালয়ের টিচার ইন চার্জ মদনমোহন দে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই চারটি গোডাউনেরই সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। কোনো হতাহত না হলেও ক্ষয়ক্ষতি প্রচুর।
দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে আগুন লাগতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে গোডাউনগুলি রেলের জমিতে থাকায় তাদের কাছে বৈধ কাগজপত্রও নেই। সে কারনে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। তাই করোনা আবহে প্রায় সর্বশান্ত হয়ে পথে বসার উপক্রম গোডাউনের মালিকদের।