fbpx
কলকাতাহেডলাইন

ভয়াবহ আগুন লাগল সল্টলেক সেক্টর ৫-এ, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন  

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  ভয়াবহ আগুন লাগল সল্টলেক সেক্টর-৫এ। জানা গিয়েছে, নির্মাণকারীদের থাকার জায়গায় আগুন লাগে ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে দমকলের তিনটি ইঞ্জিন । শনিবার সকালে সেক্টর ৫- এর B N ব্লকে ওয়েবল বিল্ডিংয়ের পাশে একটি অস্থায়ী ক্যান্টিনে আগুন লেগে যায় ।

              আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বিজেপি কর্মী খুনের ঘটনায় নেপথ্যে রয়েছে লস্কর জঙ্গিরাই

এর জেরে সেখানের নির্মাণ শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লক্ষাধিক টাকার সামগ্রিক পুড়ে গেছে । দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, রান্নার সামগ্রী থেকে আগুন লেগেছিল । আগুন নেভানোর কাজ চলছে ৷ এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে ৷

 

Related Articles

Back to top button
Close