fbpx
গুরুত্বপূর্ণদেশ

লখনৌতে বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড,  মৃত কমপক্ষে ৬

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: লখনৌতে বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত কমপক্ষে ৬। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১০। সোমবার ভোর ৭ টা নাগাদ এই হোটেলে আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। হোটেলটি লখনৌর হজরতগঞ্জ এলাকায়। গোমতি নদীর কাছেই রয়েছে বিলাসবহুল হোটেলটি। রুদ্ধশ্বাস গতিতে আগুন উদ্ধার কাজ শুরু করে দমকল কর্মীরা। হাসপাতালে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের তরফে আহতে চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে। আগুনে চারদিকে ধোঁয়া ঢেকে যাওয়ায় জানালা ভেঙে তাদের বের করে আনা হয়। দুজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।

সুসজ্জিত পাঁচ তলা হোটেলের চার তলাতেই আগুন লেগেছে। হোটেলের জানালা দিয়ে অচেতন আবাসিকদের পা টেনে বের করতেও দেখা যায় দমকলকর্মীদের।

লখনৌর ওই হোটেলটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখান থেকে খুব কাছেই সিকান্দার বাগ, ছত্তর মঞ্জিল প্যালেস এবং নবাব ওয়াজেদ আলি শাহ জুওলজিক্যাল গার্ডেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘটনায় সমবেদনা জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রকের দফতরের পক্ষ থেকে সব সময় জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হয়।

প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত হোটেলের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে। রাজ্য সরকারের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related Articles

Back to top button
Close