আগুনে পুড়ে ছাই জয়পুরের তিনটি বসতবাড়ি, সাময়িক সাহায্যে সোচ্চার বিজেপি
লক্ষীপুর : আগুনে পুড়ে ছাই হল একই পরিবারের পৃথক পৃথক তিনটি বসতবাড়ি। তবে,বরাত জোরে প্রাণ রক্ষা পেল তিন পরিবারের প্রত্যেক সদস্য। জানা গেছে, জয়পুর থানাধীন জয়পুর-লাংলাছড়া জিপির ছয় নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সুধীর তিন ছেলে নিয়ে একই বাড়িতে পরিবার নিয়ে আলাদা আলাদা বসবাস করেন।
এমন পরিস্থিতিতে রবিবার রাতে হঠাৎ পরিবারের লোকেরা আগুনের আভাস পান। সঙ্গে সঙ্গে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। এরফলে প্রানরক্ষা পান সকলে। কিন্তু আবাসপত্র আর কিছুই রক্ষা করতে পারেন নি তারা।
স্থানীয়রা জানান,আগুনের লেলিয়ান শিখা এমন পর্যায় পৌঁছে গিয়েছিল,দমকল বাহিনীকেও খবর দেওয়ার সুযোগ পাওয়া যায় নি।
তবে, অগ্নি সংযোগের সঠিক কারন না জানা গেলেও পরিবারের লোকেদের সন্দেহ বৃদ্ধ বাবার ভারসাম্যহীনতায় অগ্নি সংযোগের ঘটনাটি সংঘটিত হয়েছে। তারা জানান,ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও অগ্নি সংযোগের সময় বিদ্যুৎ ছিলনা।
এদিকে,ঘটনার খবর পেয়ে জয়পুরের বিজেপি নেতা জহর দাস সহ অন্যরা ছুটে যান সুধীরের বাড়িতে। তারা গিয়ে বিষয়টির খোঁজখবর নিয়ে জানান,অগ্নি সংযোগে তিনটি পরিবার পূর্ণমাত্রায় অসহায় হয়ে পড়েছেন। সুধীর রি পেশায় বাগান শ্রমিক হলেও তিন ছেলে কৃষিজীবীর উপর সম্পূর্ন নির্ভরশীল। এমন পরিস্থিতিতে সবকিছু জ্বলেপুড়ে ছাই হওয়ায় সর্বশান্ত হয়ে পড়েছেন তারা।