বেইরুটের পরে আরব আমিরশাহির বাজারে আগুন! মার্কেট বন্ধ থাকার এড়ানো গেল বিপদ
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লেবাননের রাজধানী বেইরুটের বিস্ফোরণের দগদগে ঘা এখনও স্পষ্ট। তার মধ্যে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেল আরব আমিরশাহিতে। পুড়ে ছাই আরব আমিরশাহির আজমানের বাজার।
বুধবার স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আজমান বাজার চত্বরে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকর্মীদের। জল ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।
আরও পড়ুন:রাম মন্দির নিয়ে কংগ্রেসের অবস্থানে অবাক হইনি: বিজয়ন
জানা গিয়েছে, আমিরশাহির ওই জায়গায় নতুন গড়ে ওঠা শিল্পাঞ্চলেই আগুন লাগে বুধবার। আগুনের লেলিহান শিখা অতি দ্রুত ছড়িয়ে পড়ে। আজমানের ওই অঞ্চলে ফল ও সবজির বাজার ছিল।
তবে করোনার জেরে অনেকদিন ধরেই ওই বাজারের একাংশ বন্ধ থাকার কারণে বড়সড় বিপদ এড়ানো গেছে। তবে বাজারের প্রায় অধিকাংশ জায়গাই এখন পুড়ে গেছে। আগুন লাগার খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনও হতা-হতের ঘটনা ঘটেনি।