
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কলকাতা শহরে অগ্নিকাণ্ড। আর সেই আগুনে মর্মান্তিকভাবে ঘটনা ঘটে গেল তিলজলায়। শনিবার আগুনে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। তিলজলার এমসি রায় রোডের অর্জুন অ্যাপার্টমেন্ট একটি বিল্ডিংয় আগুন লাগে। মৃত বৃদ্ধার নাম পূর্ণিমা চট্টোপাধ্যায়(৭০)। প্রাথমিকভাবে পুলিশের অনুমান রান্না করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ অবস্থায় পূর্ণিমাদেবীকে হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরের ভিতর প্লাস্টিক ছিল অনেক। সেই কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসে দমকল। দুটি ইঞ্জিন আসে। পরে কিছুক্ষ্ণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটে বৃদ্ধা ও তাঁর মেয়ে থাকতেন। তবে আগুন লাগার সময় ওই ফ্ল্যাটে একাই ছিলেন বৃদ্ধা। সেই সময় মেয়ে বাইরে ছিলেন। মেয়ে ফিরে দেখেন আগুন লেগে গিয়েছে ফ্ল্যাটে। ওই অ্যাপার্টমেন্টের পাঁচ তলায় থাকতেন ওই বৃদ্ধা। স্থানীয়রাই আগুন দেখে দমকলে খবর দেন।
এদিকে দমকলের তরফে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো যায়নি। তবে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।