হাওড়ায় তড়িদাহত হয়ে মৃত্যু দমকল কর্মীর
জেলা প্রতিনিধি, হাওড়া: হাওড়া বেলুড়ের গাঙ্গুলী স্ট্রিট ইলেকট্রিক তারের উপরে পড়ে থাকা গাছের ডাল কে কাটতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল দমকলকর্মীর। নাম সুকান্ত সিংহ রায় (২৭) মৃতের বাড়ি হুগলির তারকেশ্বরে। এই দমকল কর্মীর মৃত্যুতে গাফিলতির অভিযোগের আঙুল উঠেছে সিএসসির বিরুদ্ধে। দমকল সূত্রের খবর সিইএসসির বিরুদ্ধে অভিযোগ দমকল থেকে ওই তারে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করার জন্য জানায়।
সি এস সির তরফে জানানো হয় লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু লাইন বন্ধ হয়েছে এ কথা বলার পরেও লাইন চালু ছিল এবং এরপরেই কাজ করতে গিয়েই তড়িদাহত হয়ে মারা যান ওই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তড়িদাহত ওই কর্মীকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। দমকল বিভাগ মারফৎ মৃতের বাড়িতে খবর দেওয়া হয়েছে।
বেলুড় থানার পুলিশ সিএসসির তিনজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয় । ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে তদন্ত তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ।