আগুন দাম পেঁয়াজের, নিরুপায় সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মরসুমে প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম। ২৫ টাকার পেঁয়াজের দাম লকডাউনের সময় থেকেই ধীরে ধীরে উর্ধ্মুখি হয়েছে। আনলক পর্বে শুরুতে ৪০ টাকা থাকলেও। আনলক ৪ পর্বে পৌঁছেছে এক লাফে ৮০ টাকায়। হঠাৎ করে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হওয়াতে এবার মাথায় আমজনতার। যদিও পেঁয়াজের দাম নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবছর মহারাষ্ট্রে অকাল বর্ষণে অনেক সংখ্যক পিয়াজ নষ্ট হয়েছে। তাই হঠাৎ করে বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম। অন্যদিকে দক্ষিণী পিয়াজের দেখা নেই বাজারে। যার ফলে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পেঁয়াজের দাম। তবে এমনটা চলতে থাকলে খুব শীঘ্রই সেঞ্চুরি করে ফেলবে পিয়াজের দাম এমনটাই মত বিশেষজ্ঞদের। তাই অবিলম্বে এ বিষয়ে রাজ্য সরকারি পদক্ষেপ গ্রহণ করা না হলে আমজনতার অসন্তোষ বাড়তেই থাকবে।
সবে মাত্র শেষ হয়েছে দুর্গা পুজো। এখনো বাকি লক্ষ্মীপূজো , কালিপূজো পুজো , তারই আগে পেঁয়াজের অত্যাধিক দামে চিন্তায় পড়েছে ক্রেতারা। একদিকে করােনা অন্যদিকে সবজির চড়া দাম। আলু , পটলতাে ছিলই এবার সব সবজিকে টেক্কা দিচ্ছে পেঁয়াজ। শহরের বাজারে কোথাও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কিলােয়, আবার কোথাও ১ কিলাে পেঁয়াজ কিনতেই যাচ্ছে ৯০ টাকা। পেঁয়াজের পাশাপাশি কোথাও এককেজি টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কোথাও আবার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়।