অবৈধভাবে বাজি মজুতের অভিযোগে গ্রেফতার ১

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: দীপাবলিতে ফাটানো যাবে না কোনও আতশবাজি। হাইকোর্টের নির্দেশে অতি তৎপর পূর্ব বর্ধমান জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে শব্দবাজি উদ্ধার করলো জেলার মেমারি থানার পুলিশ । গ্রেফতার করা হয়েছে জয়ন্ত পাল নামে এক ব্যবসায়ীকে।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় ৭ কুইন্টাল । নিষিদ্ধ শব্দ বাজি বিক্রির
অভিযোগে পুলিশ বৃহস্পতিবার সন্ধায় জয়ন্ত পাল নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।তার বাড়ি মেমারির চকদিঘি রোড এলাকাতেই। বাড়ি লাগোয়া দোকান থেকেই তিনি বাজি বিক্রি করছিলেন বলে অভিযোগ। উদ্ধার হওয়া বাজি পুলিশ বাজেয়াপ্ত করেছে। বাজি মজুতের বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেন নি দোকানের মালিক। শুক্রবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে। ভারপ্রাপ্ত সিজেএম মণিকা চট্টোপাধ্যায় ( সাহা ) ধৃতের জামিন মঞ্জুর করলেও সিআইডি বোম স্কোয়াডের বিশেষজ্ঞদের দিয়ে উদ্ধার হওয়া বাজি নিষ্ক্রিয় করার নির্দেশ দিয়েছেন।