
অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: সম্প্রতি পুলিশ লকআপে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপির স্পষ্ট অভিযোগ তাদের দলের কর্মীকে পুলিশ লকআপে উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন করা হয়েছে। বিজেপির এই অভিযোগকে শুক্রবার খারিজ করে দিলেন পুরমন্ত্রী তথা পুরো প্রশাসক মন্ডলের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: শিক্ষার নামে ধর্ম প্রচারে ছাড় দেওয়া বন্ধ হোক
তিনি বলেন, ‘পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পুলিশ লকআপে তাদের দলীয় কর্মী খুন হয়েছে এই অভিযোগ করে বিজেপি যা করছে তা সস্তার রাজনীতি ও নাটক ছাড়া আর কিছুই নয়। যে কোনো ধরণের মৃত্যুই দুঃখজনক। পুলিশ লকআপে যদি কারোর মৃত্যু হয়েও থাকে, তা দেখার জন্য প্রশাসন রয়েছে। বর্তমানে বিজেপির কাছে কোনো ইস্যু নেই বলেই তারা যে কোনো আত্মহত্যা, ব্যক্তিগত কারণে খুন, পুলিশি নির্যাতন এইগুলিকে ইস্যু করার চেষ্টা করছে।’ বাংলার মানুষ নেতিবাচক নয় গঠনমূলক রাজনীতিই পছন্দ করেন বলে ফিরহাদ হাকিম মন্তব্য করেন।