
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাঙালি কন্যা মেজর জেনারেল সোনালি ঘোষাল হলেন ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি নার্সিং সার্ভিসের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল। এর আগে এই পদে ছিলেন মেজর জেনারেল জয়িস গ্ল্যাডিস রোস। বৃহস্পতিবার এই পদে যোগ দিলেন তিনি।
এর আগে মেজর জেনারেল সোনালি ঘোষাল ছিলেন দিল্লি ক্যান্টনমেন্টে আর্মি হসপিটাল, রিসার্চ অ্যান্ড রেফ্যারেলের প্রিন্সিপাল মেট্রন। সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে ৩৮ বছর ধরে কর্মরত। মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর হাসপাতাল শিপ অশ্বিনীর স্কুল অফ নার্সিংয়ের এই প্রাক্তনী ১৯৮১ সালে সেনার নার্সিং বিভাগে যোগ দেন। তাঁরই পরিচর্যায় সুস্থ হয়ে উঠেছেন অপারেশন ব্লু স্টার এবং অপারেশন সদভাবনায় অংশগ্রহণকারী সৈনিকরা। ২০১৪–তে পেয়েছেন চিফ অফ দ্য আর্মি স্টাফ কমেন্ডেশন কার্ড পুরস্কার।