fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রাস উৎসবের প্রথম দিন ভিড় উপচে পড়ছে মদনমোহন বাড়িতে

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রবিবার রাত্রে ৯ টায় আনুষ্ঠানিকভাবে রাশিচক্র ঘুরিয়ে পুজো করে সর্বসাধারণের জন্য মদনমোহন মন্দির খুলে দেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।পর্যন্ত মন্দির খোলা থাকবে সর্বসাধারণের জন্য। ১৫ দিনের এই রাস উৎসবের প্রথম দিন অর্থাৎ সোমবার দুপুর গড়াতে না গড়াতেই দেখা গেল প্রচুর ভক্তদের সমাবেশ। ভক্তবৃন্দ দের ভিড় সামলাতে কিছুটা বেগ পেতে হচ্ছে দেবত্র ট্রাস্ট বোর্ড এবং প্রশাসনকে। করোনা বিধির কারণে চলতি বছর একসাথে প্রচুরসংখ্যক ভক্তদের মদনমোহন বাড়িতে প্রবেশ নিষিদ্ধ। সেই ভাবেই সুরক্ষা বিধি পালন করে চলেছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ এবং কনস্টেবলরা।

এরপরেও প্রথম নীল উপচে পড়া ভিড় জানান দিচ্ছে রাস উৎসব চলছে কোচবিহারে।সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছিল জেলা প্রশাসন। তারে নিরিখে সোমবার সকাল থেকে পার্শ্ববর্তী m.j.n. স্টেডিয়ামে তৈরির কাজ চালাচ্ছে কোচবিহার পৌরসভার। আজ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হওয়ার কথা। প্রধানত বাচ্চাদের মনোরঞ্জনের সামগ্রী এবং সহকারী প্রচার সারা শুধুমাত্র কিছু খাবার দোকানের অনুমতি দিয়েছে পৌরসভা।

আরও পড়ুন: ফের বিশ্বভারতীর জায়গা দখলের অভিযোগ…

নতুন করে কোনো অনুমতি বা পুরোনো দোকানদারদের বস্ত্র দেওয়ার কোনো রকম সুবিধা এই মুহূর্তে নেই। মেলার ক্ষেত্রেও সময় বিধি নির্ধারিত করা রয়েছে।তবে কয়টা থেকে কয়টা পর্যন্ত মেলা খোলা থাকবে তা এখনো সঠিকভাবে জানা নেই কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং। তবে মেলার চেয়েও একসঙ্গে ভিড় করা যাবে না বলে পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে। প্রাথমিক সুরক্ষা বিধি মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মেলা এবং মদনমোহন বাড়িতে প্রবেশের ক্ষেত্রে। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে সরকারি স্টল নির্মাণের।

Related Articles

Back to top button
Close