কাছে এল সেভেন সিস্টার্স, প্রথম বাংলাদেশ হয়ে পণ্য রপ্তানি হল ত্রিপুরায়

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভারত বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যুক্ত হলো আরেকটি নতুন পালক। আরেকটি নয়া মাইলস্টোন দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের।
ইতিহাসে প্রথমবার বাংলাদেশের চট্টগ্রাম নৌ বন্দরের মাধ্যমে উত্তর ভারতের ত্রিপুরায় পণ্যসামগ্রী পাঠালো ভারত। গত শুক্রবার কলকাতা বন্দর থেকে পণ্যবাহী জাহাজ পৌঁছয় চট্টগ্রাম ও মংলা বন্দরে। এবার সেখান থেকে সড়ক পথে সেই সমস্ত পণ্য সামগ্রী পৌঁছে যায় ত্রিপুরা রাজধানী আগরতলায়।
ছবি সৌজন্যে: পররাষ্ট্রমন্ত্রক, ভারত সরকার
কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মন সুখ মান্ডব কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে ফ্লাগ অফ করে পণ্যবাহী জাহাজ টির যাত্রার সূচনা করেন।
এই উদ্যোগ আগামী দিনে উত্তর ভারতের বিকাশে সহায়তা করবে পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক ও আর্থিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সাহায্য করবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব