কমনওয়েলথ গেমসে স্কোয়াশ থেকে প্রথম পদক, ভারতের মুখ উজ্জ্বল করলেন এক বঙ্গ সন্তান

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কমনওয়েলথ গেমসে ফের ভারতের জয়-জয়কার। এক বঙ্গ সন্তানের দুর্দান্ত পারফরম্যান্স বাংলার মুখ ফের উজ্জ্বল করল। ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী জেমস উইলস্ট্রুপকে উড়িয়ে দিয়ে ৩-০ গেমে জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন সৌরভ ঘোষাল। চলতি কমনওয়েলথ গেমসে স্কোয়াশ থেকে প্রথম পদক জিতল ভারত। ৩৫ বছর বয়সী স্কোয়াশ তারকা খুব শীঘ্রই দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকলের সঙ্গে মিলে মিক্সড ডাবলস ইভেন্টে নামবেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে এই জুটি ভারতকে রৌপ্য পদক এনে দিয়েছিল।
সৌরভ ঘোষাল সম্পর্কে ভারতীয় ক্রিকেট তারকা দীনেশ কার্তিকের ভায়রাভাই হন। ভারতের পুরুষ স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল তাঁর ইভেন্টের রাউন্ড অফ ‘৩২’-এর ম্যাচে তার শ্রীলঙ্কান প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করেন। তিনি শামিল ওয়াকিলকে ১১-৪, ১১-৪, ১১-৬-এর স্ট্রেট সেটে হারিয়ে দেন। ৩৫ বছর বয়সী ঘোষাল ম্যাচে কখনই ওয়াকিলকে তার উপর আধিপত্য বিস্তার করতে দেননি এবং তিনি একটা সুযোগ না দিয়ে তিনি ম্যাচ শেষ করে দেন। শামিল ওয়াকিলের বিরুদ্ধে এই জয়ের মাধ্যমে ঘোষাল প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন।