fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বর্ষার মরশুম পড়তেই নতুন উদ্যোমে মাছ চাষ শুরু আলিপুরদুয়ারে

হিতৈষী দেবনাথ, আলিপুরদুয়ারঃ বর্ষার মরশুম পড়তেই নতুন উদ্যমে মাছ চাষ শুরু আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়, বিভিন্ন পুকুর এবং জলাশয় গুলোতে মাছের ডিম ছাড়ার পাশাপাশি চারা পোনা ছাড়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

 

 

আলিপুরদুয়ার ২ ব্লকের উত্তর পারোকাটার মাছ চাষী সুভাষ দাস বলেন, লকডাউনের সময় থেকেই চারা পোনার দাম বেড়ে গিয়েছে, তবুও মাছচাষ পেশার পাশাপাশি একটা শখের মধ্যে পড়ে। তাই আজ পুকুরে ছেড়েছি ডিম। তবে গত বছর মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে আমার ৭ টি পুকুরের মাছ বেরিয়ে চলে যায়। লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ লক্ষ টাকা। এবছরও সেভাবেই সবগুলি পুকুরেই ছেড়েছি মাছ। আর যাই হোক বর্ষায় যাতে মাছ পুকুর থেকে বেরিয়ে না যায়, সেই বাসনাই আমার পাশাপাশি গোটা জেলার মাছ চাষীরা প্রতিমুহূর্তে করে চলেছেন।

Related Articles

Back to top button
Close