fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ক্রেতার অভাবে মাছ বাজার বন্ধ করে দিলেন মাছ ব্যবসায়ীরা

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: এ যেন এক উলোট পুরাণ। মাছে ভাতে বাঙালি কথাটা পাল্টে গেছে কুমারগ্রাম ব্লকের বারবিশা মাছ বাজারে। রাজ্যের বিভিন্ন মাছ বাজারে যখন লকডাউনের মাঝেও ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে তখন বারোবিশার মাছ বাজার ক্রেতা শুন্য। ক্রেতার অভাবে মাছ ব্যবসায়ীরা বাধ্য হলেন মাছ বাজার বন্ধ করে দিতে।

মাছ ব্যবসায়ী রতন বর্মন, সুনিল বর্মন সহ অনেকেই জানান লক ডাউন ঘোষনার পর থেকেই বাজারে দিন দিন কমছে ক্রেতার সংখ্যা। কয়েকদিন যাবৎ মাছের বিক্রি একেবারেই নেই। আড়ৎ থেকে মাছ কিনে এনে বিক্রি না থাকায় মাছ পচে যাচ্ছে। দোকান খুলে এভাবে ক্ষতি হচ্ছে তাদের। তাই তারা বাধ্য হয়েছেন মাছ বাজার বন্ধ করে দিতে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোন অবস্থাতেই তারা মাছের দোকান খুলবেননা। বারোবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা জানান এই সিদ্ধান্ত মাছ ব্যবসায়ীদের, ক্ষতি স্বীকার করে তারা ব্যবসা করতে রাজী নন, তাই তারা মাছ বিক্রি বন্ধ রেখেছেন। পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা করে মাছ বাজার চালু করা হবে।

Related Articles

Back to top button
Close