বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের জঙ্গলে নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবী নাম বাদল বৈরাগী (৩২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুন্দরবনের গোসাবা থানার বালি বিজয়নগর কলোনি পাড়ার বাসিন্দা বাদল বৈরাগী ও আরও ২ জন মৎস্যজীবী রবিবার সকালে একটি নৌকা করে কাঁকড়া ধরতে যায়। পীরখালি এক নম্বর জঙ্গল সুধণ্যখালি কাঁকড়া ধরার সময় বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে এক ঝাঁটকায় বাদল বৈরাগী তুলে গভীর জঙ্গলে ঢুকে যায়। সঙ্গে তার সহকর্মীরা বাঁচানোর চেষ্টা করলেও বাদলকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এরপর নৌকা করে বাকী মৎস্যজীবীরা ফিরে এসে বিদ্যা রেঞ্জ অফিসে ঘটনাটি জানায়। সেখান থেকে একটা অনুসন্ধানকারী দল পাঠায় বনদফতর।
আরও পড়ুন: Breaking: করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
তবে সূত্রের খবর এখনও পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি। তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল। তবে নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরছিল এমনি অভিযোগ বনদফতরের।