দেশ
বন্যা বিপর্যস্ত মহারাষ্ট্র, গত ২৪ ঘন্টায় মৃত কমপক্ষে ৯

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে বানভাসী মহারাষ্ট্র। বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৯ জনের মৃত্যু হয়েছে। গত মাসে বন্যা প্রাণ কেড়েছে ৭৬ জনের। ইতিমধ্যেই মুম্বইতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
শিন্ডে সরকারের তরফ থেকে গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই সহ মহারাষ্ট্র। বহু এলাকা জলবন্দী। ফলে যানযটে নাকাল শহর। বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ৮৩৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদস্থানে সরানো হয়েছে প্রায় ৫ হাজার মানুষকে। খোলা হয়েছে ৩৫টি অস্থায়ী ত্রাণ শিবির। টানা বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গঢ়চিরৌলি জেলা।