বন্যায় বিপর্যস্ত চিন, সরানো হয়ে কয়েক লক্ষ মানুষকে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: চিনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টির ফলে বন্যার জেরে কয়েক লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বাড়ানো হয়েছে সতর্কতা। কিছু এলাকায় বন্যার জল উচ্চতা ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বন্যার জলে গাড়ি ভেসে যেতে দেখা গেছে। দড়ি দিয়ে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ওইসব এলাকায় ১৯৬১ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। নদীর তীরে এবং নিচু এলাকায় বসবাসকারীদের উঁচু এলাকায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। গুয়াংডং প্রদেশের শাওগুয়ান এলাকা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে রয়েছে। গুয়াংডংয়ের কুইংগুয়ান শহরেও বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জিনহুয়া জানিয়েছে, ওইসব এলাকায় অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ৪৭০ মিলিয়ন ইয়ান। এ ছাড়া ৪৩ হাজার ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।