fbpx
দেশহেডলাইন

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি মুম্বইতে, ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী শিন্ডে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। আজও শহরের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একাধিক রাস্তা জলমগ্ন। ফলে শহরে রাস্তায় বাড়ছে যানজট। প্রায় ২০টি রাস্তা জলমগ্ন। বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন পরিষেবা। মঙ্গলবার মুম্বইতে ৫৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জুলাই মাসের প্রথম পাঁচ দিনে গড় বৃষ্টিপাত (৮৫৫.৭ মিমি)।

কার্যত বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।দুর্গত এলাকা পরিদর্শন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি এনডিআরএফ দলকে নদীর তীরে  বসবাসকারী বন্যা দুর্গত এলাকার লোকেদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উপকূলবর্তী এলাকা কোঙ্কন, কোলহাপুর, পালঘর, থানে ও মুম্বইয়ের ওপর সরকারের তরফ থেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Related Articles

Back to top button
Close