আফগানিস্তানে বন্যা, প্রাণহানি শতাধিক মানুষের
বন্যাদুর্গত এলাকায় মধ্যে জরুরি ভিত্তিতে ‘ত্রাণ’ বন্টনের নির্দেশ প্রেসিডেন্ট আশরাফ গনির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার পাশাপাশি সমানতালে এগিয়ে চলেছে করোনার দাপট। গোটা বিশ্ব যেন এক মৃত্যুপুরী। বন্যা থেকে ভূমিধস কেড়ে নিচ্ছে শয়ে শয়ে মানুষের প্রাণ। সেই করোনা তার দাপট অব্যাহত রেখেছে।
আফগানিস্তানে ভয়াবহ বন্যায় কেড়ে নিল মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। অধিকাংশই রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের বাসিন্দা। সেইসঙ্গে কয়েকশো বাড়ি ভেঙে পড়েছে। জোরকদমে চলছে উদ্ধারকার্য।দেশের আরও আটটি প্রদেশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যাদুর্গত এলাকায় মধ্যে জরুরি ভিত্তিতে ‘ত্রাণ’ বন্টনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।
বুধবার কাবুল সীমান্ত সংলগ্ন পারওয়ান প্রদেশে আচমকাই বন্যার বিধবংসী রূপ ধারণ করে।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি সাংবাদিকদের জানিয়েছেন, ‘এদিন ভোরের দিকে আকস্মিক বন্যায় পারওয়ান প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। বহু মানুষ ও গবাদি পশুও জলের তোড়ে ভেসে গিয়েছে। যুদ্ধকালীন ভিত্তিতে চলছে উদ্ধারকার্য। শতাধিক প্রাণহানির পাশাপাশি বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু পারওয়ান-ই নয়, মাইদান ও ওয়ারদাক প্রদেশে দুজন এবং নানগরহার প্রদেশে আরও দুজনের প্রাণহানির খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।