দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট অব্যাহত, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কলকাতা ও তার আশেপাশে সকাল থেকে ঠান্ডার মাত্রা বাড়ছে। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন ধরে কুয়াশার দাপট রয়েছে। ফলে ১৫ ডিসেম্বরের পর থেকেই কলকাতায় পারদ নামার সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবাংলায় আগামী দুদিন কুয়াশার দাপট চলবে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ,পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঘন কুয়াশা রয়েছে। ফলে দৃশ্যমান্যতার কিছু সমস্যা রয়েছে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে। ন্যূনতম তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। শহরের তবে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বঙ্গোপসাগরের উপরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত।
যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। জম্মু-কাশ্মীরের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে শুক্রবার। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া।