কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন
কুয়াশাচ্ছন্ন তিলোত্তমা, বিঘ্নিত ট্রেন চলাচল থেকে বিমান পরিষেবা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভোরের শুরু থেকে আজ কুয়াশাচ্ছন্ন তিলোত্তমা। ফলে ব্যাহত বিমান ওঠানামা থেকে বিঘ্নিত ট্রেন চলাচল। দৃশ্যমান্যতা কম থাকার কারণেই এই বিপত্তি। কলকাতা শহরের সঙ্গে তাল মিলিয়ে গোটা দেশের মুখই আজ কুয়াশায় ঢাকা।
আরও পড়ুন: দলীয় কর্মীর খুনের প্রতিবাদে বাঁকুড়ার ছাতনায় বিজেপির মোমবাতি মিছিল
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘুর্ণাবর্ত। আর শহরে শীত আসব আসব করেও আসছে না। ভোর থেকেই এদিন কলকাতা শহরের মুখ ছিল কুয়াশায় ঢাকা। আপাতত সেইভাবে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে। কাশ্মীর, হিমাচল প্রদেশের একাধিক জায়গায় এবার সময়ের আগেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে।