fbpx
গুরুত্বপূর্ণদেশশিল্প-বাণিজ্যহেডলাইন

ভারতে এবার ড্রোনের মাধ্যমে ফুড ডেলভারি!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার আবহে এবার শুরু হতে চলেছে ড্রোনের মাধ্যমে ফুড ডেলিভারি। আগেই কেন্দ্র এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল। এবার তা হাতে কলমে হতে চলেছে। সব কিছু ঠিক-ঠাক থাকলে আগামী জুলাই থেকে এই পরিষেবা পাওয়া যাবে। স্থানীয় স্তরে ড্রোন-নির্ভর পরিষেবা চালুর পথে এটাই হতে চলেছে ভারতের প্রথম পদক্ষেপ। সেই পদক্ষেপে রীতিমতো উচ্ছ্বসিত সংশ্লিষ্ট মহল।

এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা গেছে ডেলিভারির জন্য পরীক্ষামূলকভাবে ড্রোন ওড়ানোর অনুমতি পেয়েছে জোম্যাটো, সুইগি, ডুনজোর মতো সংস্থা। নাম গোপন রাখার শর্তে একথা জানিয়েছেন এই কথা জানিয়েছেন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) এক আধিকারিক। সেইসঙ্গে স্পাইসজেট, অ্যাসটেরিয়া অ্যারোস্পেস-সহ ১৩ টি সংস্থাকে পরীক্ষামূলকভাবে ড্রোন ওড়ানোর সবুজ সংকেত দিয়েছে ভারতের বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা।
পরীক্ষামূলকভাবে লম্বা দূরত্বের ড্রোন চালানোর সিদ্ধান্ত গত বছরই ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় এই  BVLOS (Beyond Visual Line of Sight) ড্রোন ওড়ানোর বাণিজ্যিক সম্ভাবনার দিকটি খতিয়ে দেখতে চেয়েছিল ডিজিসিএ। সেজন্য ২০১৯ সালের শুরুর দিকে বিভিএলওএস এক্সপেরিমেন্ট অ্যান্ড মনিটরিং কমিটি (বিম) গঠন করা হয়েছিল। বিভিন্ন সংস্থাকে আহ্বান জানানো হয়। একাধিক দফায় বৈঠক, বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার পর জ্যোমাটো, সুইগি, জিপলাইন অ্যান্ড রেড উইংয়ের মতো সংস্থাকে পরীক্ষামূলক উড়ানের জন্য নির্বাচন করেছে কমিটি।

Related Articles

Back to top button
Close