গ্রামে ত্রাণকার্য শুরু কিশোরী বাহিনীর
ভীষ্মদেব দাশ, খেজুরিঃ খেজুরিতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুরু হল ৫টি গ্রামের দুস্থদের খাদ্যসামগ্রী দেওয়ার কাজ। খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন কিশোরী বাহিনীর সদস্যারা। খেজুরি থানার অন্যতম অগ্রনী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অজয়া সর্বোদয় সংঘ। সর্বোদয় সংঘ খেজুরি থানার ৫টি গ্রামে মডেল ভিলেজ প্রকল্প চালিয়ে আসছেন প্রায় দুই দশক ধরে। উক্ত প্রকল্পে গ্রামবাসীবৃন্দ বিভিন্নভাবে সর্বোদয় সংঘের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে আসছেন। এরমধ্যে বিশেষ উল্লেখের দাবি রাখে কিশোরী বাহিনী। কিশোরী বাহিনীর সদস্যারা সংঘের উদ্যোগে এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন কিশোরী বাহিনী। “মডেল ভিলেজ” প্রকল্পের অন্যতম রূপকার প্রবাসী ভারতীয় ড. অরুন কুমার দেব।
অরুন বাবুর অর্থানুকুল্যে এবং সর্বোদয় সংঘের উদ্যোগে বাহিনীর সদস্যাদের অংশগ্রহণে উপকৃত হবেন ২৫০টি দুস্থ পরিবার। কর্মহীন পরিবারকে বিশেষ সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। খাদ্য দ্রব্যাদির পাশাপাশি রয়েছে হেলথ কিট। গ্রামে গ্রামে ত্রান পৌঁছাবে, সংঘের পক্ষে বুধবার আনুষ্ঠানিকভাবে সূচনা হয় বিতরণের কাজ। অসহায় ব্যক্তিবর্গের হাতে খাদ্যসামগ্রী ও মেডিক্যাল কিট তুলে দেন সংঘের সভাপতি নব গোপাল মাইতি, সম্পাদক সুব্রত কুমার মাইতি, দেবাশীষ ভক্তা, আশুতোষ সাহু,অমরেশ মাইতি, সুশান্ত বাগ ,স্বপন দাস ,অপর্ণা হাজরা, মিনতি দাস, আশীষ মিশ্র, কৃষ্ণেন্দু সাহু সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক জয়দেব মাইতি, অরিন্দম মাইতি এবং খেজুরি-১ ব্লকের ভূমি সমষ্টি উন্নয়ন আধিকারিক তীর্থঙ্কর ঘোষ।