ময়নাগুড়ি মা ময়নামাতা কালীবাড়ির উদ্যোগে ত্রাণ বিতরণ
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি : লকডাউনের জেরে বিভিন্ন ধরনের দোকান বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছেন দোকানের কর্মচারীরা। যারা মূলত বিভিন্ন দোকানে কাজ করেই নিজেদের সংসার চালাতেন। তাদের কথা মাথায় রেখে তাদের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ি মা ময়নামাতা কালীবাড়ি মন্দির কমিটি।
বুধবার মন্দির কমিটির উদ্যোগে এবং ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় প্রায় ৩০০ জন দোকানের কর্মচারী এবং দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী তুলে দেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীবাড়ি মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুকুমার সাহা,সহ মন্দির কমিটির সদস্যরা। অন্যদিকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ছিলেন সভাপতি বজরং লাল হিরাউথ, সহ সভাপতি সুমিত সাহা সহ প্রমুখরা। ত্রাণ বিলি প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সুমিত সাহা বলেন, ” আমরা কালীবাড়ি মন্দির কমিটিকে বিষয়টি জানিয়েছি। তারা আমদের ডাকে সাড়া দিয়ে আজকে প্রায় ৩০০ জন কর্মচারীকে খাদ্য সামগ্রী তুলে দেন।
পাশাপাশি যদি কোনো কর্মচারী বাদ পড়ে থাকেন তাহলে তাদের হাতেও পরবর্তীতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুকুমার সাহা বলেন,” আজকে আমরা একটা ত্রাণ শিবির করেছি ।এখানে দোকানের কর্মচারী এবং সাধারণ অসহায় মানুষ মিলে প্রায় ৩০০ জনকে ত্রাণ তুলে দিলাম।”
মন্দির কতৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।