দিলীপ ঘোষকে ফের বেনজির আক্রমণ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ শানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ফের আরও একবার দিলীপ ঘোষকে বেনজির আক্রমণ করলেন তিনি। দিলীপ ঘোষ একটা পাগল, ওর মানসিক রোগের চিকিৎসা করানো দরকার, রবিবার দুপুরে হাবড়ার কলতান ভবনে হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সাংগঠনিক আলোচনা সভায় এসে দিলীপ ঘোষকে এভাবেই আক্রমণ করেন জ্যোতিপ্রিয় মল্লিক।
আগামী বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে তৃণমূল ৩৩ টি আসনের মধ্যে ৩৩ টি আসনেই জিতবে বলে আশাবাদী এই জেলার তৃণমূল সভাপতি। তিনি বলেন, “ব্যারাকপুরে তৃণমূল নেতার অফিসের সামনে বোমা মারা নিয়ে বলেন অর্জুন সিং কে ব্যারাকপুরের মানুষ ভোটে জিতিয়ে ভূল করেছে, ও মাস্তানি করছে, তৃণমূল নেতাদের দেখে দেখে বোম মারছে। আমার বিধানসভা হাবড়ায় এই ধরনের নোংরামি নেই, কোনো দলের মানুষ বলতে পারবে না, যে তৃণমূল মস্তানি করছে, বোমাবাজি করছে। এমনকি হাবড়া বিধানসভার কোন ব্যক্তি বলতে পারবে না। অথচ দেখুন বিজেপির সাংসদ ব্যারাকপুর এলাকায় মস্তানি করছে। ধৈর্য ধরুন মানুষ এর যোগ্য জবাব দেবে।”