fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বনগাঁয় জলমগ্ন এলাকা পরিদর্শনে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ প‍রগনা: বনগাঁয় জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন রাজ‍্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বনগাঁ মহাকুমা যে সমস্ত এলাকা বৃষ্টিতে ও ইছামতি নদীর জল গ্রামে ঢুকে মানুষের বাড়ি ঘর গ্রাস করে নিয়েছে, সেই সব এলাকা তিনি এদিন পরিদর্শন করেন।

বনগাঁ মহকুমার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমড়ো পঞ্চায়েত, বাগাডাঙ্গা মাকালতলা ভারতী নগর কলোনি। সেই সমস্ত এলাকাগুলো পরিদর্শন করে জ্যোতিপ্রিয় মল্লিক বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দিলেন। তার পর কুমড়ো পঞ্চায়েতে বসে ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠক করেন। কিভাবে জল নিকাশির ব‍্যবস্থা হয় তার জন্য কথা বলেন তিনি। তিনি সাধারণ মানুষ কে পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে যত দ্রুত এই কাজ সম্পন্ন করা যায় সেটাও বুঝিয়ে দিলেন ওই সমস্ত পঞ্চায়েত আধিকারিকদের।

Related Articles

Back to top button
Close