করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো, রয়েছেন আইসোলেশনে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো গাউচো। তিনি আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। নেইমার, ইব্রাহিমোভিচ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর–সহ একাধিক তারকা ফুটবলারের পর এবার আক্রান্ত হলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলারটি।
তবে স্বস্তির খবর, ভাইরাস শরীরে বাসা বাঁধলেও উপসর্গহীন রোনাল্ডিনহো। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রামে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান রোনাল্ডিনহো।
প্রসঙ্গত, করোনা মহামারীতে গোটা বিশ্ব বিপর্যস্ত। করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে ব্রাজিল (Brazil) প্রথম তিনে। করোনার প্রকোপও দক্ষিণ আমেরিকার দেশটিতে অনেক বেশি। এই পরিস্থিতিতে অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে খেলতে বেলো হরাইজেন্তে রয়েছেন রোনাল্ডিনহো। সেখানেই শারীরিক পরীক্ষার পর ধরা পড়ে করোনার ভাইরাস বাসা বেঁধেছে তাঁর শরীরে।
উপসর্গহীন হওয়ায় আপাতত সেলফ আইসোলেশনে রয়েছেন লিও মেসির এই প্রাক্তন সতীর্থ।