অল্পের জন্য রক্ষা, সুন্দরবনে বেড়াতে যাওয়া পর্যটকদের বোট ভস্মীভূত

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা: অগ্নিকাণ্ডের হাত থেকে বরাত জোরে প্রাণে বেঁচে গেল একদল পর্যটক। তবে আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠের বোটটি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বনি ক্যাম্পের কাছে থাকা আজমলমারি জঙ্গলের কাছে।
এদিন নামখানা এলাকার ৩৫ জনের একটি পর্যটকদের দল বেড়াতে এসেছিলেন সুন্দরবনে। রামগঙ্গা থেকে বন দফতরের অনুমতি নিয়েই দলটি বনি ক্যাম্পের দিকে আসছিল। ক্যাম্পের ঠিক আগে বোটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে যায় সমস্ত পর্যটক ও বোট কর্মীরা। জলন্ত বোটটিকে দেখতে গিয়েই সেখান পৌঁছে যায় একটি মৎস্যজীবীদের নৌকা। তারাই পর্যটকদের নিজেদের বোটে উদ্ধার করে এবং আগুনে ক্ষতিগ্রস্ত বোটে জল দিয়ে নেভানোর কাজ শুরু করে। তারপর ওই বোটের সমস্ত পর্যটকদের নিয়ে যাওয়া হয় বন দফতরের বনি ক্যাম্পে।
খবর পেয়ে কুলতলির মৈপীঠ উপকূল থানার পুলিশ স্পিট বোট নিয়ে গিয়ে ওই পর্যটকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে।