দিলীপ ঘোষের আরোগ্য কামনায় বিশেষ হোম-যজ্ঞ তমলুকে

মিলন পণ্ডা, তমলুক (পূর্ব মেদিনীপুর): করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দিলীপ ঘোষের করোনা আক্রান্ত হওয়ার খবরে ইতিমধ্যে রাজ্যজুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। সুস্থতা কামনা করেছেন সকলে।
রবিবার সন্ধ্যায় তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে তমলুকের বর্গভীমা মন্দিরে দিলীপ ঘোষের আরোগ্য কামনায় বিশেষ হোম- যজ্ঞের আয়োজন করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়েক, সহ-সভাপতি আশিস মণ্ডল সহ অন্যান্যরা নেতৃত্বরা। করোনা স্বাস্থ্যবিধি মেনে এদিনের এই যজ্ঞের আয়োজন করা হয়।
আরও পড়ুন: পুজোয় ভিড় নিয়ে আশঙ্কা প্রকাশ কলকাতা হাইকোর্টের
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়েক বলেন, “আগামী দিনে রাজ্যের সুদিন ফিরে আসার অন্যতম কাণ্ডারী দিলীপ ঘোষ। তার গুনগ্রাহী আমরা যারা তার সুস্থতা কামনায় যজ্ঞের আয়োজন করা হয়েছে। দ্রুত দিলীপবাবু সুস্থ হয়ে উঠুক এটাই আমাদের কামনা”।