নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের নিকাশির সুরাহায় উদ্যোগী কলকাতা পুরসভা। নতুন ৭৪টি ম্যানহোল ডিসেলটিং মেশিন কেনা হয়েছে। প্রতিটি মেশিনের দাম পড়েছে ৮ লক্ষ ১৯ হাজার টাকা। বরাত পাওয়া সংস্থাকে অর্থ মেটানো হয়েছে বলেও সূত্রের খবর। যদিও সেগুলি এখনও নিকাশি বিভাগের হাতে এসে পৌঁছায়নি। লকডাউনের জেরে আটকে রয়েছে।
পুরসভার হাতে বর্তমানে ৭০টি ম্যানহোল ডিসেলটিং মেশিন রয়েছে। শহরের নিকাশি নিয়ে অভিযোগ বিস্তর। যদিও পুরসভার দাবি, প্রতিদিনই ম্যানহোল পরিষ্কারের কাজ চলে। কিন্তু এতদিন অল্প সংখ্যক মেশিন থাকায় সেখানে কিছুটা হলেও সমস্যা হত। শহরের ওয়ার্ড সংখ্যা ১৪৪টি। ফলে অল্প সংখ্যাক মেশিন দিয়ে প্রতিটি ওয়ার্ডে কাজ করানোর জন্য দিনে সকাল এবং রাত, দুই শিফটে ৪২০ জন কর্মী এতদিন কাজ করতেন। নতুন মেশিন চলে আসলে ১৪৪টি ওয়ার্ডে একটি করে ব্যবহার করা সম্ভব। সেক্ষেত্রে রাতের শিফটের ডিউটির বদলে একবেলাতেই সবকটি ওয়ার্ডে ম্যানহোল থেকে ময়লা পরিষ্কারের কাজ করা যাবে। প্রত্যেকটি বরোয় ওয়ার্ড সংখ্যা বিচার করে এই মেশিনগুলি দিয়ে দেওয়া হবে। বরো অফিস বা ওয়ার্ড অফিসে মেশিনগুলি থাকবে।