fbpx
দেশহেডলাইন

এই প্রথম, দুর্গাপুজোয় টানা চারদিন অর্ডন্যান্স ফ্যাক্টরি ছুটি ঘোষিত

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তার পরে আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল বাধার কাজ।

এবার মধ্যপ্রদেশের জব্বলপুরে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে মহাষ্টমীতেও ছুটি ঘোষিত হল। সমগ্র বাঙালি কর্মচারীদের ঐক্যবদ্ধ লড়াইয়ে এটা প্রাপ্তি হয়েছে।

২ অক্টোবর-মহাসপ্তমী, রবিবার, ছুটি

৩ অক্টোবর-মহাষ্টমী, সোমবার, ছুটি

৪ অক্টোবর-মহানবমী, মঙ্গলবার, ছুটি

৫ অক্টোবর- বিজয়া দশমী, বুধবার ছুটি। দুর্গাপুজোয় টানা চারদিন অর্ডন্যান্স ফ্যাক্টরি ছুটি এই প্রথম।

 

Related Articles

Back to top button
Close