fbpx
দেশহেডলাইন

চিনা আগ্রাসন নিয়ে বেজিংকে খোঁচা বিদেশমন্ত্রী জয়শঙ্করের!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ভারত বিশ্বাস করে ‘ফিঙ্গার ১’ থেকে ‘ফিঙ্গার ৮’ পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চিন মনে করে যে ‘ফিঙ্গার ৮’ থেকে ‘ফিঙ্গার ৪’ পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই। ১৫ জুন, এই ‘ফিঙ্গার ৪’ এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। ‘ফিঙ্গার ৪’-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছিল চিন, যাতে ভারতীয় সেনারা আর ‘ফিঙ্গার ৮’ এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।

লাদাখ পরিস্থিতি ঘিরে ক্রমাগত একের পর এক খবর আসতে শুরু করেছে। স্যাটেলাইট চিত্রে চিন সীমান্তের ওপারে মিসাইলের আনাগোনা, ও যুদ্ধবিমানের রমরমা ঘিরে ভারতও পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। এদিকে, লাদাখ পরিস্থিতির জেরে দুই পক্ষের তিক্ত সম্পর্ক ক্রমেই দক্ষিণ এশিয়ার শান্তি ভঙ্গ করছে। এমন এক পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ফের একবার নাম না করে বেজিংকে খোঁচা দিয়েছেন সাম্প্রতিক সাক্ষাৎকারে।

‘দ্য ইন্ডিয়া ওয়ে’ এই শীর্ষক বইয়ের লেখক বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, ১৯৯৩ সালের পর বহু সময় অন্তর অন্তর চিনের সঙ্গে ভারতের একাদিক হাইপ্রোফাইল চুক্তি সম্পন্ন হয়েছে। এ সম্পর্কে তাঁর লেখা বইতে বহু তথ্য রয়েছে। দেশের এককালের রাষ্ট্রদূত জয়শঙ্করের দাবি, শান্তি প্রতিষ্ঠা করতে হলে দুই পক্ষেরই উচিত চুক্তির নিয়ম মেনে চলা। আর তার হাত ধরেই দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, চিনের সঙ্গে সংঘাত মেটাতে ভারত সেনা ও কূটনীটি দুই তরফেই চেষ্টা করছে।

Related Articles

Back to top button
Close