fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

করোনা আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার করোনা আক্রান্ত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। টুইট করে তিনি নিজেই জানান একথা। তিনি ট্যুইটারে লিখেছেন যে, ‘আমার করোনা পজিটিভ এসেছে, বিগত কয়েকদিন যারা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা নিজেদের হোম আইসোলেসন করুন।  তাঁরা দয়া করে অবিলম্বে করোনা টেস্ট করান৷’ উল্লেখ্য, গত কয়েক দিনে একাধিক জায়গায় গিয়েছেন তরুণ গগৈ৷

 

৮৫ বছরের প্রবীণ কংগ্রেস নেতা করোনা আক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে অসম কংগ্রেসের দলীয় শিবিরে৷প্রসঙ্গত, ২০২১ সালে অসমে বিধানসভা ভোট৷ অসমে কংগ্রেস সরকার গড়তে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছিলেন এই প্রবীণ কংগ্রেস নেতা৷ অসমে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৫৯২ জন৷

Related Articles

Back to top button
Close