fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণবাংলাদেশহেডলাইন

করোনা ভাইরাসে বাংলাদেশের প্রাক্তন সাংসদের মৃত্যু

যুগশঙ্খ প্রতিদিন, ঢাকা: বাংলাদেশের প্রাক্তন সাংসদ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা আলহাজ্ব মকবুল হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টার দিকে মারা যান।

মকবুল হোসেন ১৯৯৬-২০০১ মেয়াদে ঢাকার ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের জাতীয় সংসদ সদস্য ছিলেন।

প্রাক্তন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, একজন জনবান্ধব নেতা হিসেবে তিনি দল ও জনগণের জন্য কাজ করে গেছেন।

শেখ হাসিনা মৃতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আলহাজ্ব মকবুল হোসেন সম্প্রতি সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের মালিক। সন্ধানী লাইফ ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানিরও মালিক তিনি। এছাড়া সিটি ইউনিভার্সিটিতে মালিকানার পাশাপাশি মোহাম্মদপুরে নিজের নামে তার কলেজও রয়েছে।

মকবুল হোসেনের ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে ক্ষমতাসীন দলের সাংসদ।

Related Articles

Back to top button
Close