অসমগুরুত্বপূর্ণদেশহেডলাইন
করোনা! প্রয়াত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চলে গেলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সোমবার বিকেল ৫ টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিন গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে অশীতিপর তরুণবাবুর শারীরিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কোভিড সংক্রমিত হওয়ার পরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ২ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।
বছর ৮৬’র তরুণবাবুর দেহের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিডনি কাজ না করায় গত কয়েক দিন তাঁর প্রস্রাবও হচ্ছে না।
তরুণ গগৈ দীর্ঘদিন অসমে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন। তার আমলে একাধিক উল্লেখযোগ্য উন্নতি হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। গগৈ এর প্রয়ানে শোকস্তব্ধ অসমের রাজনৈতিক মহল।