আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আগেই ঘোষণা করা হয়েছিল সোমবার গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন ক্যাপ্টেন। সেই কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজেজুর উপস্থিতে অমরিন্দর সিং বিজেপিতে যোগ দিলেন। এদিন তাঁর গলায় গেরুয়া রংয়ের উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। কংগ্রেস ছাড়ার ১০ মাস পরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন অমরেন্দ্র সিংহ। সোমবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর-সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ‘পদ্মে’ মিশে গেল অমরেন্দ্রর দল ‘পাঞ্জাব লোক কংগ্রেস’। বিজেপিতে যোগ দেওয়ার আগে সোমবার দলের সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তখনই রাজনৈতিক শিবিরে সব স্পষ্ট হয়ে গিয়েছিল।
কংগ্রেস ত্যাগ করে নতুন দল পঞ্জাব লোক কংগ্রেস তৈরি করেছিলেন অমরিন্দর সিং৷ তার বিজেপিতে যোগদানের সঙ্গে সেই দলেরও কার্যত অবলুপ্তি ঘটল৷ অমরিন্দরের নতুন দলও বিজেপির সঙ্গে মিশে যাচ্ছে৷ অমরিন্দর সিং-এর সঙ্গেই তার অনুগামী সাতজন প্রাক্তন বিধায়ক এবং একজন প্রাক্তন সাংসদও আজ বিজেপিতে যোগ দিলেন৷ অমরিন্দর সিংয়ের পুত্র ও কন্যাও বিজেপিতে যোগ দেন।
সম্প্রতি লন্ডনে গিয়ে স্পাইনাল সার্জারি করিয়ে এসেছেন অমরিন্দর। দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও। এই বৈঠকের পরই অমরিন্দর জানান যে শাহ ও মোদীর সঙ্গে তার জাতীয় নিরাপত্তা ইস্যুতে কথা হয়েছে। পাশাপাশি, আলোচনা হয়েছে পঞ্জাবের মাদক সন্ত্রাসবাদ ও পঞ্জাবের উন্নয়ন নিয়েও।