
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাজস্থানের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।
তিনি বলেন, শাসক দলের অন্তর্দ্বন্দ্বের জন্য ভুগছে রাজ্যের মানুষ। তাঁর কথায়, “দুর্ভাগ্যজনক ব্যাপার হল, কংগ্রেসীরা নিজেদের মধ্যে ঝগড়া করছে আর তার জন্য মূল্য দিতে হচ্ছে রাজ্যের মানুষকে।” তিনি আরও বলেন, “কোভিড ১৯-এর সংক্রমণে রাজ্যে মারা গিয়েছেন ৫০০ জনের বেশি। করোনা পজিটিভ হয়েছেন ২৮ হাজার মানুষ। পঙ্গপালেরা চাষির ফসল নষ্ট করছে। রাজ্যে মেয়েদের ওপরে ঘটে চলা অপরাধের হার এখন সবচেয়ে বেশি। বিদ্যুৎ নিয়ে যথেষ্ট সমস্যা আছে। এই সময় রাজ্যের শাসক দলে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব।”
উল্লেখ্য, কংগ্রেসের অভিযোগ, বিজেপির উস্কানিতেই তাদের কয়েকজন বিধায়ক বিদ্রোহ করেছেন। বসুন্ধরা রাজে এই বিদ্রোহের সঙ্গে কংগ্রেসের যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেন। তিনি বলেন, “বিজেপিকে এর মধ্যে টেনে আনার দরকার নেই।”