অন্যান্যকলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন
প্রকাশিত হল প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়ের জীবনকাহিনি সংকলন ‘একটি তারার খোঁজে’

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়ের জীবনকাহিনি সংকলন ‘একটি তারার খোঁজে’ – খেলা ও খেলার গান, কবিতা নিয়েই রচিত হয়েছে এই সংকলন। গত ১৮ নভেম্বর, বুধবার সংকলন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার অরুণলাল, গ্র্যান্ডমাস্টার দাবা দিব্যেন্দু বড়ুয়া, এশিয়ার সেরা প্রাক্তন ভারতীয় ফুটবলার রহিম নবি সহ বিশিষ্টজনেরা।
বিগত বছরগুলি ধরে নানা প্রতিকূলতার ভেতরে ভুবন চট্টোপাধ্যায় তাঁর কাজের ব্যস্ততার ভেতরেও সময় বের করে নিয়ে নিজের জীবনের নানা বর্ণময় কাহিনি এবং ফুটবল সংক্রান্ত নানা রচনা লিপিবদ্ধ করেছেন, যা এবার দু’ই মলাটে বন্দি করে প্রকাশিত হল। এর আগেও লেখক তথা প্রাক্তন ফুটবলারের একাধিক লেখা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে।