
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আজই বিকেল ৪টের সময় তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। মঙ্গলবার কলকাতায় এসে পৌঁছন তিনি। বিমানবন্দরের তাঁকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। ভোটের মুখে কংগ্রেস সঙ্গে চার দশকের সম্পর্ক ছিন্ন করেছেন ছেড়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। সোমবার বিধায়ক পদে ইস্তফা দেন তিনি। কলকাতায় পা দিয়ে তিনি বলেন, বিরোধী শক্তির মধ্যে মমতাই মুখ। তাই তার উপরই ভরসা রাখছেন তিনি।
লুইজিনহো ফালেইরোকে সামনে রেখেই গোয়ায় সংগঠন সাজানোর কাজ চালাবে তৃণমূল। এমনটাই খবর। ৪০ আসনের গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তৃণমূল।পুজোর পরে গোয়া যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দফায় বছর খানেকের জন্য গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন লুইজিনহো ফালেইরো। ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক। ২০১৩-তে উত্তর-পূর্বের ৭ রাজ্যের কংগ্রেসের পর্যবেক্ষক পদে নিয়োগ করা হয় লুইজিনহো ফালেইরোকে।