ক্রিকেটখেলাগুরুত্বপূর্ণহেডলাইন
স্বস্তি! সুস্থ হয়ে উঠছেন ৮৩’র রূপকথার কারিগর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: স্বস্তির খবর! সুস্থ হয়ে উঠছেন হরিয়ানা হ্যারিকেন। কপিল দেবের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করতে থাকেন। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা আসতে থাকে দেশের প্রতিটি প্রান্ত থেকেই। স্বাভাবিকভাবেই অনুরাগীদের এমন ভালোবাসায় আপ্লুত কপিল দেব। যাবতীয় উদ্বেগ দূর করে সোশ্যাল মিডিয়ায় তিনি অনুরাগীদের বার্তা দিলেন, সুস্থ হয়ে উঠছেন।
কপিল দেব টুইটার ও ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেন। তিনি লেখেন, ‘ভালোবাসা ও উদ্বেগ প্রাকাশ করার জন্য প্রত্যেককে ধন্যবাদ। সবার শুভকামনায় আমি অভিভূত এবং সুস্থ হয়ে ওঠার পথে যথাযথ এগচ্ছি।’