fbpx
আন্তর্জাতিকবাংলাদেশহেডলাইন

করোনায় মারা গেলেন সিলেট সিটির প্রাক্তন মেয়র কামরান

যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রাক্তন মেয়র ও ক্ষমতাসীন আওয়ামি লিগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান মারা গেছেন।

রবিবার দিবাগত রাত তিনটেয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর।কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ জুন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কামরানের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। পরদিন তীব্র জ্বর ও বমিটিংয়ের জন্য নগরীর শহিদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ৭ জুন তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।

চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণে তাকে প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। তার দেহে করোনা জয়ী কারো ‘এ’ পজিটিভ রক্তের সংগৃহীত প্লাজমা দেওয়া হয়।
তার স্বজনরা জানান, হাসপাতালে প্লাজমা থেরাপি দেওয়ার পরই বদর উদ্দিন আহমদ কামরান কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবে রবিবার মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

এর আগে গত ২৮ মে তার স্ত্রী আসমা কামরানেরও করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 

 

Related Articles

Back to top button
Close