ভেন্টিলেটর সাপোর্টে রাখা হল প্রাক্তন প্রণব মুখোপাধ্যায়কে, আরোগ্য কামনা দেশবাসীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার ভেন্টিলেটর সাপোর্টে রাখা হল দেশের প্রাক্তন প্রণব মুখোপাধ্যায়কে। তাঁর আরোগ্য কামনা করছেন গোটা দেশবাসী।
সোমবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় একটি অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কে জমে থাকা রক্ত বা ব্লাড ক্লট বের করা হয়েছে৷ তাঁকে আপাতত ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে দিল্লিতে সেনা হাসপাতালে৷ সোমবার তাঁর অস্ত্রোপচারের আগে টেস্টে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে৷ প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷
কীর্ণাহারে প্রণববাবুর গ্রামের বাড়িতে মঙ্গলবার মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছে তাঁর সুস্থতা কামনা করে৷ সূত্রের খবর, রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ আজ সকালে ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিত্সকরা অপারেশনের সিদ্ধান্ত নেন৷ অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে৷