fbpx
গুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গহেডলাইন

১৬ দিন ধরে ভেন্টিলেশনে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, রেনাল প্যারামিটারের অবনতি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এখনও গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি। রাষ্ট্রপতির রেনাল প্যারামিটারেরও অবনতি হয়েছে। সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। বুধবার হাসপাতাল থেকে প্রকাশিত বুলেটিনে স্পষ্ট এমনই উদ্বেগের কথা প্রকাশ করেছেন চিকিৎসকেরা।

প্রসঙ্গত, ১৬ দিন ধরে ভেন্টিলেশনে রয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মাঝখানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও পরে আবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতির রেনাল প্যারামিটারে অবনতি হয়েছে।
গত ৯ অগাস্ট বাড়িতে পড়ে গিয়ে চোট পান প্রাক্তন রাষ্ট্রপতি। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর ১০ আগস্ট দিল্লি ক্যান্টনমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে পরীক্ষায় তা ধরা পড়ে। পাশাপাশি তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাঁর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

আরও পড়ুন:অনন্য নজির জিমির, বিশ্বের প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন অ্যান্ডারসন

দিল্লি সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের তুলনায় তাঁর মূত্রাশয় সংক্রান্ত মাপকাঠি অর্থাৎ রেনাল প্যারামিটারের অবনতি হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে এই রেনাল প্যারামিটার বলতে বোঝায়, শরীরে ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ফসফরাস, ইউরিক অ্যাসিড প্রভৃতির মাত্রা।

Related Articles

Back to top button
Close