যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ৪ কোটি টাকা প্রতারণার শিকার হলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। সম্প্রতি তিনি আইপিএল থেকে দূরে সরেছেন। ব্য়ক্তিগত কারণে ২০২০ আমিরশাহী আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভাজ্জি। কোটি টাকার ক্রিকেট লিগ শুরুর আগে ভাজ্জির আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়ে হৈচৈ শুরু হয়ে গিয়েছে। এবার কোটি টাকার প্রত্যারনায় শিকার হলেন তিনি। চেন্নাইয়ের এক ব্যবসায়ীর নাম অভিযোগ দায়ের করেছেন ভাজ্জি।
জানা গেছে, হরভজন সিং জানিয়েছেন, জি মহেশ নামের এক ব্যবসায়ীর সঙ্গে বন্ধু মারফত তাঁর আলাপ হয়েছিল। ২০১৫ সালে সেই ব্যবসায়ীকেই হরভজন সিং চার কোটি টাকা ধার দেন। তারপর থেকে অভিযুক্ত ওই ব্যবসায়ী ভাজ্জিকে এড়িয়ে চলছেন বলে ভারতীয় স্পিনার অভিযোগ জানিয়েছেন। সেই কারণে চেন্নাই সিটি পুলিশে ভাজ্জি অভিযোগও জানিয়েছেন।
ভাজ্জির অভিযোগে এরপর পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যবসায়ী মহেশকে পুলিশ ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছ। জানা গিয়েছে এর মাঝেই অভিযুক্ত মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন।যদিও আবেদনটি মঞ্জুর হয়নি।