
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাজ্যসভার সাংসদ হলেন ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার ছেড়ে যাওয়া সাংসদ পদটি খালি ছিল। সেই আসনের উপনির্বাচনে বিপ্লব দেবকে প্রার্থী করেছিল বিজেপি, নির্বাচনে সিপিএম প্রার্থীকে পরাজিত করেছেন বিপ্লব দেব। বৃহস্পতিবার, ৪৩টি ভোট পেয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। সেখানে সিপিএম প্রার্থী ভানুলাল সাহা পেয়েছেন মাত্র ১৫টি ভোট। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় বিজেপির বিধায়ক ৩৬ জন। বিজেপির জোটসঙ্গী পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার ৭ টি আসন রয়েছে। সিপিএমের বিধায়ক সংখ্যা ১৫ এবং একজন বিধায়ক কংগ্রেসের। সূত্রের খবর, কংগ্রেসের বিধায়ক ভোটদানে বিরত ছিলেন।
উল্লেখ্য, ১৪ মে আচমকাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিপ্লব দেব।
সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব দেবকে রাজ্যের মানুষের খুব একটা পছন্দ নয়। এমনকী, দলের অন্দরেও তাঁকে নিয়ে যথেষ্ট বিবাদ রয়েছে। এই অবস্থায় বিপ্লবকে সামনে রেখে নির্বাচনে গেলে দলের ক্ষতি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশের। তাহলে কি সেই কারণেই ভোটের আগে বিপ্লব দেবকে পদ ছাড়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব? এই নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি।