‘এমি অ্যাওয়ার্ড’ জিতলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ‘এমি অ্যাওয়ার্ড’ পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজ ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’-এর জন্য ‘সেরা কথক’ শ্রেণিতে গত শনিবার তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
সারা বিশ্বের জাতীয় উদ্যানগুলো নিয়ে পাঁচ পর্বের ওই সিরিজের পেছনে রয়েছে ওবামার প্রযোজনা সংস্থা হায়ার গ্রাউন্ড। এমি অ্যাওয়ার্ড জেতার আগে ওবামা যুক্তরাষ্ট্রের আরেকটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন। সংগীত ও বিনোদনজগতে অসামান্য অবদানের জন্য ওই পুরস্কার দেওয়া হয়। সেই হিসেবে নোবেল পুরস্কারজয়ী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা ‘এগট’ হওয়ার পথে এগিয়ে গেলেন। কেউ যখন এমি, গ্র্যামি, অস্কার ও টনি পুরস্কার জেতেন, তখন তাঁকে ‘এগট’ বলা হয়। এখন পর্যন্ত এগট মর্যাদা পেয়েছেন মাত্র ১৭ ব্যক্তি। এ তালিকায় রয়েছেন মেল ব্রুকস, হুইপি গোল্ডবার্গ, অড্রে হেপবার্ন ও জেনিফার হাডসন।ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে এমি জিতলেন ওবামা। এর আগে এমি অ্যাওয়ার্ড জেতা আরেক মার্কিন প্রেসিডেন্ট হলেন ডোয়াইট আইজেনহাওয়ার।