পশ্চিমবঙ্গহেডলাইন
পথশ্রী অভিযানে সূচনা করা রাস্তার শিলান্যাস কামাক্ষ্যাগুড়িতে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী অভিযান প্রকল্পে সূচনা করেছিলেন কুমারগ্রাম ব্লকের মধ্য কামাক্ষ্যাগুড়ি দেবেন বাবুর চৌপথি থেকে বর্মন পাড়া হয়ে কামাক্ষ্যাগুড়ি বাজার পর্যন্ত একটি রাস্তার। সেই প্রকল্পকে সামনে রেখেই শুক্রবার রাস্তার কাজের শিলান্যাস হল। শিলান্যাস করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিপ্লব নার্জিনারী, পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে ও বিশিষ্ট সমাজসেবী ধীরেশ চন্দ্র রায়। বিপ্লব নার্জিনারী বলেন এই রাস্তা নির্মানের দাবী এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছিলেন। তাদের দাবি পুরন হওয়ায় খুশী এলাকাবাসী।
আরও পড়ুন: প্রেমে প্রতারণা সোনারপুরে আত্মঘাতী কিশোরী